মৃত দুর্নীতিবাজদের বিচার করা কি সম্ভব? (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),আদালত প্রতিনিধি,১৬ ফেব্রুয়ারি : এবার দুর্নীতিবাজদের মরণোত্তর বিচার চাইলেন হাইকোর্ট। এক দুর্নীতি মামলার শুনানিতে এমন মত দেন আদালত। যদিও, দেশের প্রচলিত আইনে মৃতদের বিচারের সুযোগ নেই। তাই হাইকোর্টকেই এ বিষয়ে ব্যাখ্যা দেয়ার আহবান জানালেন দুদক আইনজীবী।

দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদকে সাজা দিয়েছিলেন আদালত। জরিমানা করেছিলেন ১০ লাখ টাকা। কিন্তু তিনি মারা যাওয়ায় বাতিল হয়ে যায় মামলাটি। কারণ দেশের প্রচলিত আইনে, মৃত ব্যক্তির বিচারের সুযোগ নেই।

সোমবার এক শুনানিতে, দুর্নীতিবাজ মারা গেলেও; তার বিরুদ্ধে করা মামলা চালানোর পক্ষে মত দেন হাইকোর্টের একটি বেঞ্চ। এ বিষয়ে দুদক আইনজীবী খুরশীদ আলম খান বলেন, এক্ষেত্রে হাইকোর্টকেই নতুন ব্যাখ্যা নিয়ে এগিয়ে আসতে হবে।

দুর্নীতি মামলায় পলাতক পিকে হালদার, পাসপোর্ট জব্দ থাকার পরও, কীভাবে এবং কার সহযোগিতায় বিদেশে পালিয়েছেন, তার তালিকা দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

পিকে হালদার কাণ্ডে জড়িত বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সঠিক তালিকা না পাওয়ায়; এদিন অসন্তোষও জানান আদালত।