ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ফুলতলা প্রতিনিধি,১৩ ফেব্রুয়ারি : যশোরে চাকরির প্রলোভনে এক নারীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। আহত অবস্থায় গতকাল তাকে জেলার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগি নারীর অভিযোগ, পূর্ব পরিচিত খুলনার ফুলতলা উপজেলার মানিক কুন্ডু চাকরির দেবার নামে ঐ নারীকে ডেকে আনে। এরপর মানিক ও তার সহযোগীরা কৌশলে যশোরের হাশিমপুর এলাকায় নিয়ে মারধর করে। একপর্যায়ে পালা ক্রমে ধর্ষণের পর পালিয়ে যায়।
পরে সেখান থেকে এক পথচারী ঐ নারীকে উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করে। পুলিশ জানায়, বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। নির্যাতিতার শরীরে আঘাতের চিহ্ন মিলেছে।