আওয়ামী লীগ নেতার বক্তব্যে চুয়াডাঙ্গায় উত্তেজনা (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),চুয়াডাঙ্গা প্রতিনিধি,১২ ফেব্রুয়ারি : ভোটে জয়ী হতে প্রতিপক্ষকে ঘায়েল করার নানা কৌশল প্রয়োগের পরামর্শ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর আওয়ামী লীগ নেতার। তার এমন বক্তব্যে এলাকায় শুরু হয়েছে নানা সমালোচনা। এদিকে, আজ চতুর্থ ধাপের পৌর নির্বাচনের প্রচার-প্রচারণার শেষ দিন। ভোটাররা প্রতিশ্রুতির ফিরিস্তি নয়, চান বাস্তবায়ন।

ভোটের দিন এবং আগের রাতে কি করতে হবে? তারই ছবক দিয়েছেন নেতাকর্মীদের। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেনের বক্তব্যে শুরু হয়েছে তুমুল সমালোচনা। তার কথায় বিব্রত খোদ দলের সিনিয়র নেতাকর্মী ও মেয়রপ্রার্থী। আর বিএনপির শঙ্কা নিরপেক্ষ ভোট নিয়ে।

যদিও খানিক পরেই বেমালুম সব অস্বীকার করেছেন দেলোয়ার হোসেন।

পৌর নির্বাচনের চতুর্থ ধাপ ঘিরেও উত্তাপের কমতি নেই। গেল কয়েকদিনে বেশ কিছু জায়গায় বিচ্ছিন্ন সহিংসতা হয়েছে। তবে হামলা আর ভয়ভীতি উপেক্ষা করেই, পছন্দের প্রার্থীকে বেছে নিতে চান ভোটাররা।

আগামী রোববার হবে ভোটযুদ্ধ।