ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,১০ ফেব্রুয়ারি : বীর উত্তম খেতাব হারাচ্ছেন, জিয়াউর রহমান। বঙ্গবন্ধু হত্যার নেপথ্যে থাকার কারণে, এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদস্য সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান। একই সাথে, বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত ৪ খুনির খেতাব বাতিলের সিদ্ধান্ত হয়েছে। আইনমন্ত্রী জানান, খেতাব বাতিলে চূড়ান্ত সিদ্ধান্তের এখতিয়ার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের। শিগগিরই কমিশন গঠন করে সুপারিশ পাঠানো হবে বলেও জানান তিনি।
জাতির পিতার হত্যার বিচার শেষ হলেও সাজা কার্যকর করা যায়নি পলাতক চার খুনি ডালিম, নুর চৌধুরী, রাশেদ চৌধুরী এবং মোসলেহ উদ্দিনের। আর এখনও অজানা এর কুশীলবদের নাম।
তাই সরকার যখন বিভিন্ন দেশে রাজনৈতিক আশ্রয়ে থাকা খুনিদের ফেরানো চেষ্টায়, তখন বিভিন্ন মহলের দাবি, এই নৃশংসতার পেছনের কারিগরদের চিন্হিত করে বিচারের আওতায় আনার।
এরই প্রেক্ষিতে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সিদ্ধান্ত, নেপথ্যে থাকা জিয়াউর রহমান ও তার সহযোগী আর আত্মস্বীকৃত খুনিদের খেতাব বাতিলের।
১৫ আগস্ট ঘৃন্যতম হত্যাযজ্ঞের পেছনে যারা কলকাঠি নেড়েছে তাদের চিহ্নিত করতে, আইন মন্ত্রণালয় থেকেও শিগগিরই কমিশন গঠনের কথা জানান মন্ত্রী আনিসুল হক।
এনিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, জামুকার সুপারিশ পেলেই মন্ত্রণালয়ের পরবর্তী বৈঠকে জিয়াউর রহমানের মতো নেপথ্য কারিগর আর সাজাপ্রাপ্তদের খেতাব নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
এই খেতাবের জন্য তারা যেসব সুযোগ সুবিধা পেতেন তাও বাতিল হবে।