ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,০৬ ফেব্রুয়ারি : সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা বড় জায়গা নিয়ে আছে ওয়াজ মাহফিল। এর ফলে ধর্মের প্রসার ঘটছে বটে। কিন্তু ইসলামিক স্কলাররা মনে করেন কিছু বক্তার বিভ্রান্তিকর তথ্য, কৌতুক, প্যারোডি গান, অদ্ভূত অঙ্গভঙ্গী, অতিরিক্ত শব্দ দূষণে ভাবগাম্ভীর্য হারাচ্ছে ওয়াজ মাহফিল। তাই, যাকে তাকে ওয়াজের মঞ্চে না উঠিয়ে বক্তাদের প্রশিক্ষণের ওপর জোর দিয়েছেন তারা।
ওয়াজে ইসলামের শাশ্বত ও শান্তির বানী তুলে ধরছেন অনেক বক্তা। কিন্তু, সম্প্রতি প্রশ্নের মুখে পড়েছে এই মঞ্চের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শালীনতা। ইসলামিক স্কলারদের অনেকেই মনে করেন, ওয়াজের চেয়ে আওয়াজকেই মূখ্য করে তুলছেন আয়োজকরা।
ওয়ায়েজদের জন্য প্রশিক্ষণের পাশাপাশি ও অন্তসারশূন্য বক্তাদের পরিত্যাগ করার তাগিদ দুই বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ এবং ড্যাফোডিল ইউনিভার্সিটির সেন্টার ফর ইসলামিক স্টাডিজের পরিচালক অধ্যাপক মোখতার আহমেদের।
সম্প্রতি মডেল ওয়াজ প্রচলনে কাজ করছে, আস-সুন্নাহ ফাউন্ডেশন। তারা বলছেন, ওয়াজ মাহফিল পরিচ্ছন্ন রাখতে আরো দায়িত্বশীল হতে হবে আয়োজকদের; সাবধান থাকতে হবে সুযোগ সন্ধানী ইউটিউবারদের থেকেও।