ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি, ২৮ জানুয়ারি : ছিনতাইকারীকে দেয়া হয় মাসিক বেতন। ধরা পড়লে মেলে পুলিশ-আদালতের খরচও। ঢাকার ছিনতাইকারী চক্রের অন্যতম হোতা মালাকে গ্রেপ্তারের পর এমন চাঞ্চল্যকর তথ্য পেয়েছে গোয়েন্দা পুলিশ। তাদের পেছনে আরো বড় শক্তি রয়েছে বলেও খোঁজ মিলেছে।
বাসায় ফেরার পথে প্রেসক্লাব এলাকায় ছিনতাইকারীদের হাতে খুন হন জাসদ নেতা হামিদুল ইসলাম। শনিবার রাতে এ ঘটনার পর নড়েচড়ে বসে প্রশাসন। ঘটনার পরপরই ছিনতাই ও খুনে জড়িত প্রধান অভিযুক্ত এরাবিয়ান সোহেলসহ ৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
হামিদুলের ঘটনা তদন্তে নাম আসে কোহিনুর বেগম মালা নামে একজনের। মাঠে নামে গোয়েন্দারা। সে ঘটনায় মালার সম্পৃক্ততা না মিললেও বেরিয়ে আসে চাঞ্চল্যকর সব তথ্য। বাসা ভাড়া নিয়ে ছিনতাইকারী পুষতেন এই মালা। ধরা পড়লে টাকা ঢালতেন জেল-পুলিশের পেছনে। সবুজবাগ, মতিঝিল, রমনা এলাকার বড় একটি ছিনতাই চক্রকে পালন করতো এই নারী ও তার স্বামী।
রাজধানীতে হঠাৎ বেড়ে যাওয়া ছিনতাইরোধে বিশেষ অভিযানের পাশাপাশি বিট পুলিশিংকেও আরো কঠোর করা হচ্ছে বলে দাবি গোয়েন্দা পুলিশের।
এছাড়াও হাজারিবাগ এলাকা থেকে অজ্ঞান পার্টির ৯জনসহ গত ২৪ ঘণ্টায় মোট ২৪ জনকে গ্রেপ্তার করেছে ডিবির রমনা ও মতিঝিল বিভাগ।