চোর ডাকাতরে আতঙ্কে মেঘনা বাসি।

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),মোঃ শহীদুজ্জামান রনি মেঘনা থেকে,২৫ জানুয়ারি : কুমিল্লার মেঘনা উপজেলায় গত দুই মাস যাবত প্রায় রাত্রি চুরি ডাকাতি হচ্ছে উপজেলার বিভিন্ন বাজার বাড়ি রাস্তাঘাটে এমনকি নৌপথেও।
গতকাল রাত ৮ ঘটিকার সময় মেঘনা ভাটেরচর হাইওয়েগামী রাস্তায় ২ জায়গায় হয় ডাকাতি, কদমতলা স্ট্যান্ডের পাশে একটি পিকআপে ডাকাতি করে ঢাকা মোবাইল নিয়ে যায় ৮ মিটার ব্রিজের দক্ষিণ পাশে একটি প্রাইভেটকার ডাকাতি হয় ঢাকা থেকে বাড়িতে আসার পথে এই জায়গায় আসার পর নাম্বার প্লেট বিহীন একটি মোটরসাইকেলে করে ৩ জন এসে গাড়ি অবরুদ্ধ করে গাড়ির গ্লাস ভেঙ্গে মারধর করে ছিনিয়ে নিয়ে যায় ১ লক্ষ্য ১২ হাজার টাকা ও দুইটা মোবাইল, ঘটনাস্থল পরিদর্শন করেন মেঘনা উপজেলা চেয়ারম্যান আলহাজ সাইফুল্লাহ মিয়া রতন শিকদার ও কুমিল্লা উত্তর জেলা সাংগঠনিক সম্পাদক নাসিরুদ্দিন শিশির, মেঘনা উপজেলা আওয়ামীলীগ নেতা এমরান হোসেন আকাশ, মেঘনা থানা এসআই নাজির হোসেন। গত ২২-০১- ২০২১ ইং উপজেলার গোবিন্দপুর ইউনিয়নে দুস্কৃতিকারীরা বিষ খাইয়ে ১ কৃষকের ৩ টি গরু মেরে ফেলে, চন্দনপুর বাজারে এক শিং চুরকে আটক করা হয়, রামপুর টু মেঘনা লঞ্চের মধ্যে হয় ডাকাতি, নিখোঁজের ১০ দিন পর ওমরাকান্দা ব্রিজের নিচে পাওয়া যায় শিশুর লাশ, নিয়ন্ত্রনহীন মাদক ব্যবসায়ী ও সেবনকারী, শঙ্কায় আছেন উপজেলার বিভিন্ন রেন্ট-এ-কারের মালিক ও ড্রাইভাররা, মেঘনায় আইন-শৃংখলার চরম অবনতি মনে করছে সুশীল সমাজ।