ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,২৫ জানুয়ারি : যে বাসে চড়ে আপনি পৌঁছান গন্তব্যে, সেখানেই যাত্রীবেশে থাকা ডাকাত চক্র, কেড়ে নিতে পারে সর্বস্ব, এমনকি প্রাণটাও। ভয়ংকর সেই দলের মূল হোতাসহ একে একে ধরা পড়েছে ৭ জন।
কখনও বিরানপথ, কখনও বাঁশের সাঁকো। ঘুটঘুটে অন্ধকার। মানিকগঞ্জের দুর্ঘম চরে গা ঢাকা দিয়ে আছে, ৫ ডাকাত। তাদের ধরতে অভিযানে, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআইয়ের একটি দল।
প্রযুক্তির কৌশল আর নির্ভুল তথ্যে, হাতকড়া ওঠে ডাকাত দলের হাতে। এই দলটিই বাসে যাত্রী সেজে লুটে নিতো অন্য যাত্রীদের।
গত ২৪ জুলাই বাসে ঢাকা ফেরার সময় চালক, সহকারী ও যাত্রীবেশে থাকা সেই ডাকাতরা, মাইদুলকে মৃতপ্রায় অবস্থায় ফেলে যায় আমিনবাজারের তুরাগপাড়ে। গন্তব্যে পৌঁছানোর বাহন বাস, মূহুর্তেই রূপ নিয়েছিলো মৃত্যুপুরীতে।
সেই চক্রের দুইজন গ্রেপ্তার হয়েছিলো আগেই। এবার ধরা পড়লো আরো পাঁচজন। পুলিশ বলছে, চালক-সহকারীর গতিবিধি নজরে রাখতে, বাস মালিকদের আরো সতর্ক হতে হবে।
এগারো জনের এই চক্রের আরো দুইজন ধরা পড়ে ভিন্ন এক অভিযানে। বাকি দুইজন পালিয়ে গেলেও; তারাও ধরা পড়বে বলে আশাবাদী পিবিআই।