ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ষ্টাফ রিপোটার,২০ জানুয়ারি ২০২১ : নরসিংদী পলাশ উপজেলার ভাগপাড়া গ্রামে মোহাম্মদ ওসমান আলীর জমি জোরপূর্বক দখল করে দেয়াল ও ঘর তোলার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ সুপার ও পলাশ থানায় করা অভিযোগ থেকে জানা যায় একই গ্রামের মৃত শরীফ হোসেনের ছেলে সুমন , মুরাদ হোসেন, গিয়াস উদ্দিনের ছেলে এমায়েত হোসেন, মৃত আজাহার হোসেনের ছেলে সারোয়ার হোসেন, মিলন,হেমায়েত হোসেন,খোরশেদ আলম, ফরহাদ, আকাশ, লিমন জোরপূর্বক হাবিবুর রহমান মুন্সির ক্রয়কৃত জমি দখল করে ঘর তুলে ও চতুর্দিকে জোরপূর্বক দখল নেওয়ার জন্য দেয়াল নির্মাণ করছে, এই বিষয়ে নরসিংদী আদালতে একটি ফৌজদারি মামলা রয়েছে, আদালত থেকে তদন্তের জন্য নির্দেশ দেওয়ার পর তদন্ত হয়েছে, তদন্তের পর থেকেই সুমন মিয়া গং আরও বেপরোয়া হয়ে দ্রুতগতিতে দেয়াল নির্মান করছে, দেয়ালে কর্মরত রাজমিস্ত্রির সাথে আলাপ করলে জানায় সুমন মিয়ার নির্দেশ অতি দ্রুত যাতে আমরা দিনে রাতে কাজ করে দেয়াল নির্মাণ কাজ শেষ করি। এদিকে আদালতের দুটি রায়ের সুমন মিয়া হেরে যায়। এবং সুমন মিয়া জমি পাবে না বলে আদালত রায় দেয়। এদিকে ঘোড়াশাল পৌর সভার মেয়র উপজেলা চেয়ারম্যান এলাকার কাউন্সিলরগণ বিভিন্ন সালিশের মাধ্যমে উসমান আলীর পক্ষে কাগজপত্র দেখে রায় দেয়। আদালত ও স্থানীয়দের রায় সুমন কোন জায়গা পাবেনা বলে কাগজপত্র দেখে জানানো হয়। ঐ রায় সুমন মেনে নেয় , র্যাব১১ বরাবর ওসমান আলী সুমন গংগের অত্যাচার জুলুম থেকে বাঁচতে একটি অভিযোগপত্র দাখিল করে। র্যাপিড একশন ব্যাটালিয়ন নারায়ণগঞ্জ অফিসে উভয়পক্ষকে ডাকে সমঝোতা মাধ্যমে কাগজপত্র দেখে উসমান আলী পক্ষে রায় আসে জায়গা পাবে না বলে কাগজপত্র দেখিয়ে রায় দেয়। সেখানে ওসমান রায় জিতে যায়, সুমন সে রায় মেনে নেয় ,অঙ্গীকার করে আসে যে ওসমান আলী কে কোন ভাবে হয়রানি করবেন না এবং তার জায়গায় জোরপূর্বক দখল করবে না। চোরে না শুনে ধর্মের কাহিনী, বাড়িতে এসেই আদালতের ও স্থানীয় রায় কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আবার পুনরায় দেয়াল নির্মাণ এর কাজ শুরু করে ও ওসমান আলীর বাড়িঘর ভাংচুর করে, এদিকে উসমান আলী নিরুপায় হয়ে পলাশ থানায় আরো একটি অভিযোগ করেন, অভিযোগের ভিত্তিতে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উভয়পক্ষকে নোটিশ করেন মীমাংসার স্বার্থে সুমন গং প্রথম নোটিশে আসে নাই, পরবর্তী নোটিশে এসে দেয়াল নির্মাণ করবে না বলে অঙ্গীকার করে, অঙ্গীকার করে আসার পর থেকে পুনরায় আবার দেয়াল নির্মাণ শুরু করে, উসমানিয়া আলী জানান সুমন প্রভাবশালী এক লোকের ছত্রছায়া রয়েছে,কোন কিছু হলে সে প্রভাবশালী লোকের ভয়-ভীতি দেখায় আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি, প্রশাসনের ঊর্ধ্বতন মহলের দৃষ্টি আকর্ষণ করছি ভূমিদস্যুদের হাত থেকে আমাকে রক্ষা করার জন্য যে কোনো সময় আমাকে প্রাণনাশ সহ বড় ধরনের ক্ষতি করতে পারে। এই বিষয়টি জানতে সুমন মিয়ার সাথে যোগাযোগের চেষ্টা করলে তার বাড়িতে তাকে পাওয়া যায়নি