ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিনোদন প্রতিনিধি,১৪ জানুয়ারি ২০২১ : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০১৯-২১ সালের দ্বি-বার্ষিক নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন আলেকজান্ডার বো। তার প্রাপ্ত ভোট ৩৩৭। কার্যকরী সদস্যপদে নির্বাচন করেছেন এ অভিনেতা।
চলচ্চিত্রে ‘ময়ূরীর অশ্লীলতা’ নিয়ে প্রশ্ন করলে আলেকজান্ডার বো বলেন, ময়ূরী মোটা হওয়ার কারণে যদি অশ্লীল হয়, তাহলে নুসরাত ফারিয়া ম্লিমের জন্য কী অশ্লীল নয়? যদিও নাম বলা ঠিক না। তারপরেও বলতে হয়, ময়ূরীকে অশ্লীল বলা হচ্ছে। কিন্তু ফারিয়াকে বলা হচ্ছে না। ফারিয়া কিন্তু ময়ূরীর চেয়েও খারাপ ড্রেস পড়ে শুটিং করছে, ছবি পোস্ট করছে।’
আলেকজেন্ডার বো আরও বলেন, ‘ময়ূরীকে কেনও বলছেন অশ্লীল? শাবনূরের পরেই ময়ূরীর অভিনয়ের জায়গা। ময়ূরীর তো এদেশের সবার সঙ্গে অভিনয় করছেন। আলমগীরের নায়িকা হয়েও সে অভিনয় করছেন। কিন্তু তাকে আমরা অশ্লীল বলছি।’
‘ভালো কাজ করলে খারাপ হয়ে যায় মানুষ। আমি তো হিট দিয়ে সিনেমায় অভিনয় করছি। সকলে ভালো কাজটি করুন তাহলে অব্যশই আমরা সিনেমার সমস্যাগুলো দূর করতে পারব।’
১৯৯৫ সালে শহীদুল ইসলাম খোকন পরিচালিত ‘লম্পট’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা করেন আলেকজান্ডার বো। বিশেষ করে মার্শাল আর্ট ভিত্তিক অভিনয় তাকে জনপ্রিয়তা এনে দিয়েছিলো। ‘ম্যাডাম ফুলি’ চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও এসেছে তার ঝুলিতে।