ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,০৪ জানুয়ারি ২০২১ : কাভার্ডভ্যানে অভিনব কায়দায় মাদকপাচারের সময় ঢাকার মাতুয়াইল থেকে দুজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, গাড়ির ভেতরে গোপন কামরা তৈরি করে সীমান্ত এলাকা থেকে আনা হতো মাদক। যাতে তল্লাশিতেও ধরা পড়তো না।
আলি-বাবা ৪০ চোর, সিরিয়ালের কোনো দৃশ্য নয়। আদি মাদক, গাজা চোরাচালানে প্রযুক্তি নির্ভর উপায়। গাড়ির গোপন কামরা খুলতে সময় লাগে ৩০ সেকেন্ডেরও কম।
ব্রাহ্মণবাড়িয়ার ভারতীয় সীমান্ত এলাকা সংগ্রহের পর এই কাভার্ড ভ্যানে ৪৮ কেজি গাঁজা নিয়ে রাজধানীর উদ্দেশে রওয়ানা দেয় মাদক পাচারকারীরা। ঢাকার মাতুয়াইলে ডিএমপির গোয়েন্দা বিভাগের তল্লাশিতে অভিনব কায়দায় মাদক পাচারের বিষয়টি ধরা পড়ে। গাড়ির ড্যাশ বোর্ড থেকে সুইচের মাধ্যমে গোপন কামরাটির হাইড্রোলিক দরজা খোলা ও বন্ধ করা যায়।
ঢাকা মহানগর এলাকায় করোনার মাঝেও ২০২০ সালে প্রায় ৪শ’ কেজি গাজা উদ্ধার করে পুলিশ।