ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,০৩ জানুয়ারি ২০২১ : সুনামগঞ্জে চলন্ত বাসে ধর্ষণচেষ্টা মামলার সাতদিন পর গ্রেপ্তার হয়েছে চালক শহীদ মিয়া। পরে তাকে ঢাকার সিআইডি কার্যালয়ে আনা হয়। এখনও পলাতক এক আসামি। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন ভুক্তভোগী ছাত্রী।
চলন্ত বাসে ধর্ষণচেষ্টা মামলার পর থেকেই আসামিদের ধরতে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনার পরদিনই গ্রেপ্তার করা হয় বাসের হেলপার আব্দুর রশিদকে। স্বীকারোক্তি দিয়েছে আদালতে।
তবে, পলাতক ছিল মামলার মূল আসামি শহীদ মিয়া। শনিবার ভোরে সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়াবাজার থেকে তাকে গ্রেপ্তার করে সিআইডি। এরপর তাকে আনা হয় ঢাকায়। রোববার সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানাবে, পুলিশের বিশেষায়িত শাখা অপরাধ তদন্ত বিভাগ।
বর্বর এমন ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন ভুক্তভোগী ছাত্রী। যদিও আসামির পরিবারের দাবি, শহীদকে ফাঁসানো হয়েছে।
মামলার এজাহারে বলা হয়, গত ২৬ ডিসেম্বর বাসে ওই কলেজ ছাত্রীকে ধর্ষণের চেষ্টা চালায় বাসচালক শহীদ ও হেলপার আব্দুর রশীদ। প্রাণ বাঁচাতে চলন্ত বাস থেকে লাফিয়ে পড়েন ভুক্তভোগী।