ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,০২ জানুয়ারি ২০২১ : এই শুষ্ক মৌসুমের তিনমাসের মধ্যেই ঢাকার খাল ও বক্স কালভার্টগুলোকে পরিস্কার করা হবে। যাতে বর্ষা মৌসুমে কমবে জলাবদ্ধতার দুর্ভোগ। সকালে রাজধানীর পান্থকুঞ্জে বক্স কালভার্ট পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে এসে এমন আশ্বাস দিলেন, ঢাকা দক্ষিন সিটি করপোরেশনের শীর্ষ কর্মকর্তারা। জানান, এ কাজে সমঝোতা অনুযায়ী ওয়াসার সহযোগিতা নেয়া হবে।
দায়িত্ব বুঝে পেয়েই কাজ শুরু হয়েছে জোরেশোরে। তবে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন খাল পরিস্কার অভিযানের শুরুটা করেছে প্রথাগত অবৈজ্ঞানিক উপায়ে।
রাজধানীর একেবারে ভেতর দিয়ে বয়ে যাওয়া এক সময়ের খালগুলো এখন, বক্স কালভার্ট। পান্থকুঞ্জ অংশের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে এসে ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর বদরুল আমিন জানালেন, শুরুতে কালভার্টগুলোর আটকে যাওয়া মুখ পরিস্কার করা হবে। পর্যায়ক্রমে ব্যবহার করা হবে আধুনিক যন্ত্র।
ডিএসসিসি প্রধান নির্বাহী কর্মকর্তা শীর্ষ কর্মকর্তা এবিএম আমিন উল্লাহ নুরীর আশ্বাস, আসছে বর্ষা মৌসুমেই ঢাকাবাসীর জলবদ্ধতাকেন্দ্রিক দুর্ভোগ কমবে।
গেল বছরের শেষদিন রাজধানীর খাল পরিষ্কারের দায়িত্ব ওয়াসার কাছ থেকে তুলে দেয়া হয় দুই সিটি করপোরেশনের হাতে।