চলতি মাসেই মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তালিকা ঘোষণা: মন্ত্রী

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),গাজীপুর প্রতিনিধি,০১ জানুয়ারি ২০২১ : চলতি মাসের মধ্যেই মুক্তিযোদ্ধাদের নামের তালিকা যাচাই করে পূর্ণাঙ্গ তালিকা ঘোষণা করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। শুক্রবার বিকেলে গাজীপুরের কালিয়াকৈরের পালোয়ান বাড়ি জামে মসজিদের ৩য় তলা নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধনকালে একথা জানান তিনি।এসময় মন্ত্রী আরও বলেন, আগামী সংসদে নতুন আইন পাশের মাধ্যমে রাজাকারদের নামের তালিকা করা হবে। গ্রামগঞ্জে স্বাধীনতা যুদ্ধবিরোধী ও পাক-বাহিনীকে সহতায়তা ও জানমাল লুটপাটের সঙ্গে জড়িত রাজাকারদের নামের তালিকা করার মাধ্যমে স্বাধীনতা বিরোধীদের উৎখাত করা হবে।

মুক্তিযোদ্ধা হাজী মো. সানোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কালিয়াকৈর উপজেলার আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবীর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আকবর আলী প্রমুখ।