ক্যাসিনো কান্ডে নেপালীদের পালাতে সহায়তা: আইনশৃঙ্খলা বাহিনীর ৩ সদস্যকে সাজা (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি, ২৬ ডিসেম্বর : ক্যাসিনো কান্ডে যুক্ত নেপালি নাগরিকদের পালাতে সহযোগিতা কারি এক এনএসআই ও দুই পুলিশ সদস্যকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হেয়ছে। এ তথ্য নিশ্চিত করেছে ডিসি মিডিয়া ওয়ালিদ হোসেন।

প্রাথমিক তদন্তে তাদের জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়। তাদের বেতন স্থগিত সহ পদন্নতিও বন্ধ থাকবে। গত বছর ১৮ সেপ্টেম্বর রাতে ভ্রাম্যমান আদালত রাজধানীর  ফকিরাপুলে ইয়ং মেনস, ঢাকা ওয়ান্ডারার্স ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ও বনানীর ঢাকা গোল্ডেন ক্লাবে অবৈধ ক্যাসিনোতে অভিযান চালায়।

ঐ সব ক্যাসিনোতে কাজ করতেন বেশ কিছু নেপালি নাগরিক। অভিজানের আগেই নেপালিদের পালাতে সহযোগি করে এনএসই ও পুলিশ সদস্যরা।