ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),আদালত প্রতিনিধি,২৪ ডিসেম্বর : অবেশেষে কারাবন্দি মা-বাবার শিশুসন্তানদের চোখের পানিতে শীতল হলো আইনের কঠোরতা। স্বপ্রণোদিত হয়ে তাদের মা’কে জামিন দিলেন হাইকোর্ট। সেই সাথে সংশ্লিষ্টদের বিরুদ্ধে রুলও জারি করা হয়েছে। মঙ্গলবার চ্যানেল টোয়েন্টিফোরে প্রচারিত প্রতিবেদনটি উচ্চ আদালতে উপস্থাপনের পর এই আদেশ দেয়া হয়।
কারাবান্দি মা-বাবার দুই শিশুর কান্নার আওয়াজ হয়তো নিম্ন আদালতের কনক্রিকেটর দেয়াল ভেদ করতে পারে নি। কিন্তু তা পৌছে গেছে উচ্চ আদালতে।
রাজধানীর বংশালে নিজের মেয়ে ও জামাতার বিরুদ্ধে নানীর করা চুরির মামলা নিয়ে মঙ্গলবার প্রতিবেদন প্রচার করে চ্যানেল টোয়েন্টিফোর। দুধের শিশুর এমন অসহায়ত্বে পাশে দাঁড়িয়ে কয়েক দফা জামিন আবেদন করেছিলেন প্রতিবেশীরা। কিন্তু পাথর গলেনি।
বুধবার চ্যানেল টোয়েন্টিফোরের ওই প্রতিবেদন উপস্থাপন করা হয় হাইকোর্টে। সব শুনে সন্তানদের মা ওয়াসিমা আক্তারকে জামিন দেন বিচারপতি এম এনায়েতুর রহিমের নেতৃত্বাধীন বেঞ্চ। এছাড়া বাবাকে কেনো জামিন দেয়া হবে না তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে স্বপ্রণোদিত রুল জারি করেন আদালত।
তবে আদালত বলেন, জামিন পাওয়ার পর ওয়াসিমা যদি মামলার বাদীর প্রতি কোনো অন্যায় আচরণ করেন তাহলে আইন মোতাবেক বাতিল হবে জামিন। উচ্চ আদালাত জানান, জামিনের মেয়াদ বাড়াতে চাইলে আসামীকে মামলার সবশেষ অবস্থা জানিয়ে আদালতে হলফনামা দাখিল করতে হবে।