মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহ থাকবে কয়েকদিন (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),কুড়িগ্রাম প্রতিনিধি,২১ ডিসেম্বর : দেশের অনেক জেলাতেই চলছে মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহ। এতে কিছুটা ছন্দপতন দেখা দিয়েছে স্বাভাবিক জীবনযাপনে।

বেশকিছু জেলায় তাপমাত্রা ৬ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসে ওঠা নামা করছে। কুড়িগ্রামে আজকের তাপমাত্রা  ৯.৮ ডিগ্রি সেলসিয়াস। উত্তরের হিমেল হাওয়া বাড়িয়ে দিয়েছে ঠান্ডার প্রভাব।  সবচেয়ে ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ।

আবহওয়া অধিদপ্তর জানিয়েছে আরও ৫ থেকে ৭ দিন চলবে এমন অবস্থা। তারপর কিছুদিন বিরতি দিয়ে জানুয়ারিতে আবারও তাপমাত্রা কমবে।