ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,২০ ডিসেম্বর : হয়তো ভেবেছিলেন নিজেরাই কিছু অংশ ভেঙে ফেললে; আর ভাঙবে না সরকার। কিন্তু শেষ পর্যন্ত ধরা খেতে হলো বিআইডব্লিউটিএ এর জরিপ দলের কাছে। বুড়িগঙ্গার সোয়ারীঘাটে হাজী সেলিমের মালিকানাধীন মদিনা ট্যাংকের গোডাউন গুড়িয়ে দেয়া হয়েছে।
নদীর জায়গায় বানিয়েছেন স্থাপনা, তাই নোটিশ দেয়ার পর রোববার নিজেরাই সরিয়ে নিচ্ছেছিলেন যে যার মতো। সাধারণ দখলদার থেকে শুরু করে প্রভাবশালী, সবাই চেষ্টা করেছেন, বিআইডব্লিউটিএ নির্ধারিত সীমানা পর্যন্ত ফাঁকা করে দিতে।
কিন্তু সেখানেও কারসাজি, হয়তো ভেবেছিলেন নিজেরাই কিছু অংশ ভেঙে ফেললে, আর ভাঙবে না সরকার। সে চেষ্টাও ব্যর্থ হলো। গুড়িয়ে দেয়া হলো ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের মালিকানাধীন মদীনা ট্যাংকের গোডাউন এর পশ্চিমপাশে বেড়িবাঁধ থেকে ৭৫ ফিট পর্যন্ত নদীর জায়গা।
স্থানীয় সংসদ সদস্যের আরেক স্থাপনা চাঁন সরদার কোল্ড স্টোরেজ মূল ভবন নদীর জায়গা থেকে বেশ ভেতরে নির্মিত হলেও; সামনের পুরোটাই নদীর জায়গায়। যাতে দুইতলা-তিনতলা সারি-সারি স্থাপনা।
সংসদ সদস্যের মালিকানায় থাকা এই দুটি স্থাপনাসহ একশোর বেশি স্থায়ী-অস্থায়ী ভবন গুড়িয়ে দেয়া হয়। যাতে ছিল সোয়ারিঘাটের মাছের আড়ৎও।
বিআইডব্লিউটিএ’র কর্মকর্তারা জানান, সোমবার সোয়ারীঘাট থেকে লোহারপুল পর্যন্ত চালানো হবে অভিযান।