নামাজ,, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ইসলামী জগৎ,১৯ ডিসেম্বর : প্রশ্ন : সুরা ইয়াসিন পাঠ করলে বিশেষ কী ফজিলত পাওয়া যাবে?
উত্তর : সুরা ইয়াসিনের ফজিলতের ব্যাপারে যে বক্তব্যগুলো দেওয়া হয়, সেগুলোর কোনোটাই সহিহ সনদে সাব্যস্ত হয়নি। তাই এর ফজিলতের বিষয়গুলো রাসুল (সা.)-এর দিকে সম্পর্কিত করা জায়েজ নেই। তবে এই কথা স্পষ্ট যে, সুরা ইয়াসিন কোরআনের একটি গুরুত্বপূর্ণ সুরা এবং এই সুরা যদি কেউ তিলাওয়াত করেন, তাহলে তিনি ফজিলত পাবেন। যদিও যে ফজিলতগুলোর কথা বলা আছে সেগুলো হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। এগুলো মনে না করে যদি কেউ তার নিয়মিত আমল হিসেবে তিলাওয়াত করেন, তাহলে করতে কোনো বাধা নেই।