ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,১৭ ডিসেম্বর : রাজধানীর গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটের ৬৭৯টি নকশা বহির্ভূত দোকান এবং মার্কেটটি ঘিরে আশপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। বৃহস্পতিবার বেলা বা
অভিযানের শুরুতে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত সুন্দরবন স্কয়ার মার্কেটের চারপাশ ঘিরে ফুটপাতের ওপর গড়ে উঠা স্থাপনাগুলো ভেঙ্গে দেয়া হয়েছে।
এ সময় ব্যবসায়ীরা অভিযোগ করেন, তারা নিয়ম মেনেই মার্কেটের ভেতরের দোকানগুলো বরাদ্দ নিয়েছেন এবং নিয়মমাফিক ভাড়াও পরিশোধ করেছেন।
ব্যবসায়ীদের দাবি, এসব উচ্ছেদে উচ্চ আদালতের স্থগিতাদেশ রয়েছে। এ বিষয়ে ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন জানান, মেয়রের নির্দেশেই কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এদিকে উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন করেছেন দোকান মালিকেরা।