ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,১৭ ডিসেম্বর : ভাস্কর্য বিরোধীদের হুঁশিয়ার করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ। সব ধর্মের মানুষ এখানে সমান অধিকার নিয়ে বাঁচবে।
বুধবার (১৬ ডিসেম্বর) বিকেলে গণভবন থেকে বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
কারো কথায় কান না দিয়ে দেশের সেবায় আওয়ামী লীগ নিয়োজিত থাকবে জানিয়ে আওয়ামী লীগ প্রধান প্রতিকূল পরিস্থিতি সহনশীলতার সঙ্গে মোকাবিলা করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আজকে বাংলাদেশকে আমরা উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে পারছি। কেন পারছি? কারণ আমরা জাতির পিতার আদর্শ নিয়ে রাষ্ট্র পরিচালনা করি। বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কথা ওঠার চেষ্টা হয়েছে। বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ। বাংলাদেশের সব ধর্মের মানুষ সমান সুযোগ নিয়ে চলবে।
শেখ হাসিনা আরও বলেন, মনে রাখতে হবে, সকলে এক হয়ে একসাথে রক্ত ঢেলে দিয়ে এই দেশ স্বাধীন করেছে। কাজেই এ দেশের মাটিতে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে সমান অধিকার নিয়ে বাস করবে। নিজ নিজ ধর্ম পালনে সকলের স্বাধীনতা থাকবে। সবাইকে যেকোনো পরিস্থিতি সহনশীলতার সাথে মোকাবিলা করতে হবে। আর কে কি বলল, না বলল, সেগুলো শোনার থেকে আমরা কতটুকু দেশের জন্য করতে পারলাম সেটাই আমাদের চিন্তায় থাকবে। তাহলে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারব, সঠিক কাজ করতে পারব।