পতাকার রঙেই শহীদ বুদ্ধিজীবী আলিম চৌধুরীকে খুঁজেন মেয়ে নুজহাত (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,১৪ ডিসেম্বর : ১৪ ডিসেম্বর অন্যান্য শহীদ বুদ্ধিজীবীদের সাথে বাবা ডাক্তার আলিম চৌধুরীকে হারান নুজহাত। এমন দিনে তাই পতাকার রঙেই বাবাকে খুঁজে ফেরে মন। খণ্ড খণ্ড স্মৃতিচারণে এক শহীদ কন্যার বাবার মাঝে দেশকে খুঁজে ফেরার গল্প।

সেই দেশ আজ স্বাধীনতার পঞ্চাশে, বিজয়ের পঞ্চাশে। তবে ছোপ ছোপ রক্তের ক্ষত-বিক্ষত গল্পে যে শাণিত পতাকা, সে রঙই-বা কতোটুকু বর্ণিল করেছে শহীদদের আত্মত্যাগ ? তাদের যা বলার ছিলো বলছে কি তা বাংলাদেশ ?

প্রজন্মের ভীড়ে চাওয়াটা তাই খুব বেশি কিছু নয় একজন শহীদ পিতার কন্যার, চাওয়াটা প্রত্যাশার, প্রত্যয়ের, প্রতিজ্ঞার, চাওয়াটা স্বপ্ন বাংলাদেশের।

নিকষ কালো অন্ধকারে ঢাকা ১৪ ডিসেম্বর বেদনা বিধূর একটি দিন হলেও আলোকরশ্মির প্রতিটি বিচ্ছুরণেই আছে হারিয়ে যাওয়া সেই সূর্য সন্তানদের প্রখর উপস্থিতি। সন্তানের মত সেই আলোতেই হয়তোবা পরবর্তী প্রজন্ম গড়বে নতুন এক বাংলাদেশ।