ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,১২ ডিসেম্বর : ভাস্কর্য ইস্যুতে প্রতিদিন নিজেদের অনড় অবস্থান জানান দিচ্ছে, আওয়ামী লীগ আর হেফাজতে ইসলাম। হেফাজতের দাবি, তাদের বক্তব্য বিকৃত করে দেশকে অস্থিতিশীল করার চক্রান্তে চলছে গভীর ষড়যন্ত্র। আর ক্ষমতাসীনরা বলছেন, মৌলবাদীদের প্রত্যাখ্যান এখন সময়ের দাবি।
ভাস্কর্য ইস্যুতে মাঠে সরব আওয়ামীলীগ আর আগের অবস্থানে অনড় হেফাজতে ইসলাম। সংবিধানের কোন লঙ্ঘন হয়নি ভাস্কর্য ইস্যুতে এমন দাবী হেফাজতে ইসলামের যুগ্মমহাসচিব মামুনুল হকের। বরং দাবী দেশকে অস্থিতিশীল করর চক্রান্তে চলছে গভীর ষড়যন্ত্র। বঙ্গবন্ধুর ব্যাপারে তাদের কথা বিকৃত করে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়েছে বলে দাবি তার। আলেমদের বক্তব্য প্রচারের ব্যাপারে গণমাধ্যমকে আরও সতর্ক হওয়ার পরামর্শ মামুনুলের। বলেন, যারা মদিনা সনদ ও রাষ্ট্রবিরোধী কথা বলে তাদের বাংলাদেশের মাটিতে কোন স্থান নেই।
মোহাম্মদপুর জামে মসজিদে ওয়াজকারিদের সংগঠন রাবেতাতুল ওয়ায়েজিন বাংলাদেশ আয়োজিত ইসলামী সম্মেলনে বক্তারা আহবান জানান ওয়াজের ক্ষেত্রে সংবিধান ও রাষ্ট্রের সাথে সংঘাত তৈরী হয় এমন বক্তব্য না দেবার।
হেফাজতে ইসলামের ছাতার নিচে মৌলবাদী-যুদ্ধাপরাধীরা এক হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। তিনি বলেন দেশ চলবে সংবিধানের চার মূল নীতিতে।
আর শাহবাগে গৌরব একাত্তরের আয়োজনে জাগরণ সমাবেশে বক্তারা সাম্প্রদায়িকতা রুখে দাড়াবার আহবান জানান। বলেন মৌলবাদের স্থান নেই বাংলাদেশে।