জীবনের শেষ সময়ে এসে শিল্পীদের কণ্ঠে আক্ষেপ (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিনোদন প্রতিনিধি,১২ ডিসেম্বর : একজন শিল্পী তার সুবর্ণ সময়টা দেয় অভিনয়ে। অথচ জীবনের পড়ন্ত বেলায় অর্থ কষ্ট নিয়েই মৃত্যুকে আলিঙ্গন করতে হয় তাকে। এমন আক্ষেপ নাট্যজন মামুনুর রশীদের। তার মতে, স্বাধীনতার এতো বছর পরও শিল্পীদের জোটেনি তার পরিচয়।

জীবনের শেষ সময়ে এসে যখন কণ্ঠে এমন আক্ষেপ, তখন যেন প্রশ্নবিদ্ধ হয় শিল্পীদের অস্তিত্ব।

পেশাজীবনে প্রতিটি শিল্পীরই থাকে আলাদা নিজস্বতা; তবে জীবন বাস্তবতায় অনেকেই হারায় তা। যদিও বলা হয় একটি জাতির পরিচয়ই ফুটে ওঠে তার সংস্কৃতির মাধ্যমে।

এমন রুঢ় বাস্তবতায় দুই শিল্পী মামুনুর রশীদ ও শহীদুজ্জামান সেলিমরে দাবি, চলচ্চিত্রের মতো নাট্য শিল্পীদের জন্যও হোক কল্যাণ তহবিল।

সূর্যাস্তে রাত স্বপ্ন দেখে সূর্য্যোদয়ের; কালের খেয়ায় ভেসে চলা শিল্পীদের এখন শুধু সেই আলোর অপেক্ষা।