ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ভাঙা (ফরিদপুর) প্রতিনিধি,০৩ ডিসেম্বর : পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে সব স্লিপার তৈরি হবে দেশেই। ফরিদপুরের ভাঙায় এই স্লিপার কারখানার উৎপাদন কাজের উদ্বোধন করলেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। জানান, প্রায় ১৬৯ কিলোমিটার রেলপথের জন্য ৩ লাখ ৭০ হাজার স্লিপার তৈরি হবে এখানে। দাবি করেন, পদ্মা সেতু ও রেল সংযোগ প্রকল্পে নকশা নিয়ে জটিলতার সমাধান হয়েছে। প্রয়োজনে দুটি পিলার ভেঙ্গে সমন্বয় করা হবে।
পদ্মা সেতু রেল সংযোগের পুরো পথ হবে প্রায় ১৬৮.৮ কিলোমিটার। ঢাকা থেকে মাওয়া হয়ে পদ্মা সেতু এবং ফরিদপুরের ভাঙ্গা দিয়ে যশোরে গিয়ে শেষ হবে এই রুট। প্রকল্পে খরচ ৩৯ হাজার কোটি টাকা। ঠিকাদার চীনা প্রতিষ্ঠান সিআরইসি।
নির্মাণ কাজের জন্য ফরিদপুরের ভাঙ্গায় ১.৮১৫ একর এলাকাজুড়ে তৈরি করা হয়েছে রেলের স্লিপার কারখানা। প্রতিদিন গড়ে তৈরি করা যাবে পাঁচশো কনক্রিট স্লিপার। পরিদর্শনে গিয়ে পদ্মা সেতু ও রেল লিংক প্রকল্পের ত্রুটির বিষয়ে মন্ত্রী বলেন, এ সমস্যার সমাধান হয়েছে। প্রয়োজনে দুটি পিলার ভেঙে সমন্বয় করা হবে।
সিআরইসির প্রকল্প পরিচালক জানান, চাহিদা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যেই স্লিপার তৈরি করা সম্ভব। জিটুজি ভিত্তিতে বাস্তবায়নাধীন এই প্রকল্পে সবচেয়ে বড় অংশের ঋণ দিচ্ছে চীনের এক্সিম ব্যাংক।