আইজিপির আদেশ স্রেফ গুজব: পুলিশ হেডকোয়ার্টার্স

SHARE

ফাইল ছবি

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,২৮ নভেম্বর : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ডক্টর বেনজীর আহমেদের একটি আদেশ ছড়িয়ে পড়েছে। যেখানে আসামি গ্রেপ্তার থেকে বেশকিছু আদেশ আছে।

তবে এটি স্রেফ গুজব। এর কোনো ভিত্তি নেই বলে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে নিশ্চিত করা হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) রাতে হেডকোয়ার্টার্স থেকে এআইজি মিডিয়া সোহেল রানা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি)কে এ তথ‌্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘এটা গুজব। আইজিপি মহোদয় এরকম কোনো আদেশ দেননি। এটি মিথ্যাচার। তদন্তপূর্বক এর ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ফেসবুকে ছড়িয়ে পড়া বার্তাটিতে বলা হচ্ছে-  ‘জনস্বার্থে পোস্ট! (.৫৪ ব্যাতিত) বিনা ওয়ারেন্টে অথবা নোটিস না দিয়ে পুলিশ আপনাকে গ্রেপ্তার করতে পারবে না। গ্রেপ্তারের সময় গ্রেপ্তারের কারণ, গ্রেপ্তারকারী অফিসারের নাম, গ্রেপ্তারের সময় ও স্থান সম্পর্কিত একটি মেমো আপনাকে অথবা আপনার পরিবারকে পুলিশ দিতে বাধ্য। এটা অবশ্যই চেয়ে নিতে হবে, মামলার ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ। গ্রেপ্তার করার সময় ২৪ ঘণ্টার মধ্যে আপনাকে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করতে হবে। কোর্ট ছুটি থাকলে সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের আবাসিকে হাজির করতে হবে এবং ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া অতিরিক্ত একদিনও আপনাকে আটক রাখতে পারবে না। মহিলা পুলিশ ছাড়া কোনোভাবেই, কোনো মহিলাকে তল্লাশী বা গ্রেপ্তার করতে পারবে না। আইন অনুযায়ী পুলিশ লকআপে, আপনাকে শারিরীক বা মানুষীক কোনো প্রকার অত্যাচার বা নির্যাতন করতে পারবে না।
আদেশ ক্রমে…
-আইজিপি ড. বেনজির আহমেদ’।

ফেসবুকে ছড়িয়ে পড়া আইজিপির আদেশটি ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি)র কাছে সংরক্ষিত আছে।