ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),চট্টগ্রাম প্রতিনিধি,২৬ নভেম্বর : প্রথমে আট লাখ টাকা নিয়ে আহবায়ক কমিটি বহাল রাখার প্রতিশ্রুতি। পরে অন্যপক্ষ থেকে ২০ লাখ টাকার বিনিময়ে নতুন কমিটি গঠন। টাকা লেনদেন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে অডিও। ছাত্রলীগের সীতাকুন্ড উপজেলা কমিটি গঠনে উত্তর জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদকের বিরুদ্ধে বাণিজ্যের অভিযোগ নিয়ে রীতিমতো তোলপাড়। এমন ঘটনায় ব্রিবত সাবেক নেতারা
আট লাখ টাকা দেয়ার পরও বর্তমান আহবায়ক কমিটিকে পুর্নাঙ্গ না করে অন্য পক্ষ থেকে বেশি টাকা নিয়ে কমিটি অনুমোদনের পর সাতলাখ টাকা ফেরত দিচ্ছেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম। সম্প্রতি টাকা নিয়ে সীতাকুন্ড উপজেলা কমিটি অনুমোদনের এমন একটি অডিও ভাইরাল হয়।
শুধু এটিই নয়, টাকা লেনদেনের বিষয়টি উঠে আসে অন্য আরেকটি কল রেকর্ডে। যেখানে সীতাকুন্ড উপজেলার আহবায়ক শায়েস্তা খানের সাথে বিষয়টি ফাঁস হওয়া নিয়ে কথা হয় রেজাউল করিমের।
এমন অডিও প্রকাশের পর তোলপাড় চলছে ক্ষমতাসীন দলের এই ছাত্রসংগঠনে। লেনদেনের বিষয়ে প্রকাশ্যে অভিযোগও করেন সীতাকুন্ড ছাত্রলীগের সদ্য সাবেক আহবায়ক। যদিও তা অস্বীকার করেন রেজাউল।
চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইউনুস গনি চৌধুরী জানান, অর্থের বিনিময়ে এমন পদবাণিজ্যকে বিব্রতকর।
এদিকে টাকার বিনিময়ে পদবাণিজ্য বা কমিটি গঠনের এমন অভিযোগ উঠেছে লোহাগাড়া উপজেলাসহ ছাত্রলীগের বেশ কয়েকটি শাখায়।