ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,২৩ নভেম্বর : বঙ্গবন্ধু স্টেডিয়ামে কিংবদন্তি ফুটবলার বাদল রায়ের মরদেহে শেষ শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। তার আগে মোহামেডান ক্লাব ও সোনালী অতীত ক্লাবে তার মরদেহ নেয়া হয়। যেখানে ভক্ত-অনুরাগীরা ফুলেল শ্রদ্ধা জানান সাবেক এই ফরোয়ার্ডকে। রাজধানীর সবুজবাগের কালী মন্দিরে শেষকৃত্য হবে, গুণী এই ক্রীড়া সংগঠকের।
মৃত্যুর চেয়ে বড় সত্য আর কি হতে পারে। সেই অনিবার্য সত্যের মুখোমুখি বাদল রায়। সারাজীবন ১০ নম্বর জার্সি পড়ে খেলেছেন, মৃত্যুও হলো আইসিইউ’র ১০ নম্বর বেডে।
যে মোহামেডানের হয়ে সাফল্যের শিখরে উঠেছিলেন, অন্তিম যাত্রার আনুষ্ঠানিকতার শুরুটাও সেখান থেকে। মোহামেডানের সাদা-কালোর সঙ্গে শোক আর বেদনা মিলেমিশে একাকার। নিথর দেহে হাজির প্রিয় ক্লাব প্রাঙ্গণে।
পরের গন্তব্য স্মৃতির সোনালী অতীত ক্লাবে। যে ফুটবল ভবনে সহসভাপতি হিসেবে কেটেছে এক যুগ, তার সামনে দিয়ে গেলেও নেয়া হয়নি ভেতরে।
তবে বঙ্গবন্ধু স্টেডিয়াম ভিড় করেছিলো সাবেক-বর্তমান ফুটবলার, সংগঠক, অন্য খেলার কর্মকর্তা আর রাজনীতিবিদরা। যে মাঠ বাদল রায়ের কীর্তির গড়ার স্থান। কতশত স্মৃতি, আনন্দ বেতনার কাব্য রচিত হয়েছে এখানেই। গুণী ফুটবলারকে বিদায় জানাতে এসে আবেগ ধরে রাখতে পারেননি অনেকেই।
শহীদ মিনার হয়ে, ডাকসু ভবন ঘুরিয়ে বাদল রায়ের শেষকৃত্যানুষ্ঠান সবুজবাগের রাজারবাগ কালী মন্দিরে।
আশির দশকে বাংলার ফুটবলে বাদল রায়ের কীর্তি, তাকে হারিয়ে যেতে দেবে না।