চাকরি দেয়ার নামে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে ভুয়া মেজর (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,১৭ নভেম্বর : এবার গোয়েন্দা জালে আটকা পড়েছে এক ভুয়া মেজর। ধরা পড়েছে তার সহযোগীও। প্রাথমিক তদন্ত উঠে এসেছে চাকরি দেয়ার নামে দেশের নানা প্রান্তের অন্তত ৫০ জনের সাথে প্রতারণা করে হাতিয়ে নিয়েছে, কয়েক কোটি টাকা।

সেনবাহিনীর পোশাক পরা ছবি দেখিয়েই বিশ্বাসের জায়গা পোক্ত করতেন। নিজের পরিচয়ও দিতেন মেজর হিসাবে। আস্থা জোগাতে চলতো মেডিকেল টেস্ট। টাকা নিয়ে হাতে ধরিয়ে দেয়া হতো নিয়োগপত্র পর্যন্ত। যদিও সবটাই ভুয়া।

ছলছাতুরিতে প্রতারণার এমন জাল বিছিয়েছিলেন কথিত মেজর ইউনুস। আর মেডিকেল টেস্টে সহায়তা করতেন নাসির। একটি অভিযোগের তদন্ত করতে গিয়ে চক্রের হোতা ধরা পরে গোয়েন্দা পুলিশের জালে।

পুলিশ জানায়, পুরো চক্রটি ধরতেই কাজ চলছে। গ্রেপ্তার আসামিদের রিমান্ডে আনলেই বেরিয়ে আসবে দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রতারণার এজেন্টরা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে, গত তিন বছরে অর্ধশতাধিক মানুষ তাদের প্রতারণার শিকার হয়েছেন।