এএসপি আনিসুলকে ঘুমের ইনজেকশন দিয়ে মাইন্ড এইডে পাঠায় রেজিস্ট্রার

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,১৭ নভেম্বর : শর্ষের মধ্যেই ভূত। যে চিকিৎসক নিশ্চিত করবেন সর্বোচ্চ চিকিৎসা তিনিই সিনিয়র এএসপি আনিসুল করিমকে ঘুমের ইনজেকশন দিয়ে অচেতন করে পাঠালেন বেসরকারি মাইন্ড এইড হাসপাতালে। যিনি কাজটি করলেন তিনি জাতীয় স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউট ও হাসপাতালের রেজিস্ট্রার ডা. আব্দুল্লাহ আল মামুন।

মানসিক সমস্যা নিয়ে রাজধানীর শ্যমলীতে মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউট চিকিৎসার জন্য গিয়েছিলেন এসএসপি আনিসুল করিম। সেখানে চিকিৎসা না দিয়ে তাকে পাঠানো হয় মাউন্ড এইড হাসপাতালে। এর পরের বর্বরতার স্বাক্ষী এখন সবাই।

নিমর্মন নির্যাতনে পুলিশ কর্মকর্তা হত্যার পর প্রশ্ন ওঠে, সরকারি হাসপাতাল থেকে কিভাবে বা কার প্ররোচনায় নিয়ে যাওয়া হলো মাইন্ড এইডে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে মিললো শর্ষের মধ্যে ভূতের অস্তিত্ব। আর এই কাজটি করেন মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউটের রেজিস্ট্রার ডা. আব্দুল্লাহ আল মামুন।

মঙ্গলবার সকালে শ্যমলী থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ইতিমধ্যে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ তার ১০দিনের রিমান্ড আবেদন করবে।

পুলিশ জানায়, আনিসুল করিমকে ঘুমের ইনজেকশন দিয়ে অচেতন করে মাউন্ড এইডে পাঠায় ডাক্তার মামুন। মোটা অংকের কমিশন পেতে নিয়মমিত-ই এমন অনেক রোগীকে নামসর্বস্ব হাসপাতালে পাঠাতেন এই চিকিৎসক।

পুলিশ কর্মকর্তা নিহতের ঘটনায় এ পর্যন্ত ১২ জন এজাহারভুক্ত আসামিসহ মোট ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া বেশ কয়েকদিনের অভিযানে শ্যমলীসহ আশে পাশের এলাকা থেকে অন্তত ২৫ দালালকে আটক করা হয়।