মাইন্ড এইড হাসপাতালের নিবন্ধন বাতিল

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,১১ নভেম্বর : মাদক নিরাময় কেন্দ্রের নামে অনুমতি নিয়ে মানসিক রোগীদের চিকিৎসার অভিযোগে মাইন্ড এইডের বিরুদ্ধে। আর মাদক নিরাময় কেন্দ্রের নামে মানসিক রোগীদের চিকিৎসা দেয়ার অভিযোগেই মাইন্ড এইডের নিবন্ধন বাতিল করা হয়েছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক আহসানুল জব্বার।এর আগে, বরিশালে কর্মরত সিনিয়র এএসপি আনিসুল করিমকে নির্যাতন করে হত্যার অভিযোগে রাজধানীর আদাবরের মাইন্ড এইড হাসপাতালটিতে গতকাল মঙ্গলবার তালা ঝুলিয়ে দেয় পুলিশ। এ ঘটনায় অন্যতম আসামি এবং প্রতিষ্ঠানটি মালিক ও পরিচালক মুহাম্মদ মোর্শেদকে গ্রেপ্তার করে পুলিশ। এ নিয়ে পুলিশ কর্মকর্তা আনিসুল করিম হত্যার ঘটনায় ১১ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। গ্রেপ্তারকৃতদের মধ্যে ১০ কর্মকর্তা-কর্মচারীকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিন করে করে রিমান্ড নিয়েছে পুলিশ।