এমপি পাপুলের বিরুদ্ধে মামলা করবে দুদক

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,১০ নভেম্বর : লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস‌্য (এমপি) কাজী সহিদ ইসলাম পাপুল ও তার স্ত্রী এমপি সেলিনাসহ ৪ জনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।  মঙ্গলবার (১০ নভেম্বর)  দুদকের প্রধান কার্যালয় থেকে এই মামলার অনুমোদন দেওয়া হয়।

দুদক সূত্রে জানা গেছে, শিগগিরই সংস্থার অনুসন্ধান কর্মকর্তা উপ-পরিচালক মো. সালাহউদ্দিন বাদী হয়ে মামলা দায়ের করবেন।  ‍সূত্র আরও জানায়, দুদকের অনুসন্ধানে এমপি পাপুলের শ্যালিকার ব‌্যাংক অ‌্যাকাউন্টে ১৪৮ কোটি অবৈধ লেনদেনের তথ্য পাওয়া গেছে।

প্রসঙ্গত, গত ৬ জুন রাতে কুয়েতের মুশরেফ আবাসিক এলাকা থেকে দেশটির অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে দেশটিতে মানবপাচার ও মানি লন্ডারিংয়ের অভিযোগ রয়েছে। গ্রেপ্তারের পর পাপুলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন কুয়েতের আদালত।

এর আগে গণমাধ‌্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, অর্থ-মানবপাচার ও ভিসা বিক্রির অভিযোগে কুয়েতে গ্রেপ্তার পাপুল ও তার কুয়েতি প্রতিষ্ঠানের মারাফি কুয়েতিয়া কোম্পানির অ্যাকাউন্টে ৫০ লাখ কুয়েতি দিনার (বাংলাদেশি মুদ্রায় ১৩৭ কোটি ৮৮ লাখ ৮৩ টাকা) জব্দ করেছে দেশটির সরকার।