চিকিৎসা নিতে গিয়ে পিটুনিতে পুলিশ কর্মকর্তার মৃত্যু

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,১০ নভেম্বর : চিকিৎসা নিতে গিয়ে লাশ হয়ে ফিরলেন জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আনিসুল করিম। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে যখন তিনি চিকিৎসা নেবার জন্য রাজধানীর আদাবরে মাউন্ড এইড হাসপাতালে যান। নিহতের বড় ভাই এর অভিযোগ, তিনি যখন ভর্তির আনুষ্ঠানিকতা সারছিলেন, তখনই তাকে পিটিয়ে হত্যা করে ওই হাসপাতালের কর্মচারিরা। যার সত্যতা মিলেছে প্রতিষ্ঠানটির সিসি ক্যামেরার ফুটেজেও। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য হাসপাতালের ব্যবস্থাপকসহ ৬ জনকে আটক করেছে পুলিশ।

সিসি ক্যামেরার ফুটেজেই প্রমাণ মিলছে, কতটা সুচিকিৎসা পেয়েছিলেন জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আনিসুল করিম।

সোমবার (৯ নভেম্বর) রাজধানীর আদাবরের রিং রোডে মাইন্ড এইড হাসপাতালে তাকে নেয়া হয়েছিলো চিকিৎসার জন্য। কিন্তু ভর্তির মিনিট পনেরোর মধ্যে সব ধরনের চিকিৎসার ঊর্ধ্বে চলে গেলেন এই পুলিশ কর্মকর্তা।

বড় ভাই রেজাউল করিমের অভিযোগ, হাসপাতালের কাউন্টারে যখন তারা আনুষ্ঠানিকতা সারছিলেন, ঠিক সেই সময়ই কয়েকজন কর্মচারি আনিসুল কে বেদম মারধর করেন। যাতে অংশ নেন প্রতিষ্ঠানটির কিছু কর্মকর্তাও। কিছুক্ষণ পর পরিবারকে জানানো হয় আনিসুল অজ্ঞান হয়ে গেছেন। সেখান থেকে দ্রুত হৃদরোগ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাইন্ড এইড হাসপাতালে মূলত মানসিক রোগি ও মাদকাসক্তদের চিকিৎসা হয়। পুরো হাসপাতালে একাধিক কলাপসেবল গেট আর সেগুলো পেরিয়ে উপরে গিয়ে দেখা যায় ভেতরের দিকে সাউন্ড প্রুফ রুম, যেখানে মারধর করা হয় আনিসুল কে। যদিও হাসপাতালের কর্মকর্তাদের দাবি ঘটনার সময় তারা কেউই উপস্থিত ছিলেন না। নিজেদের পক্ষে সাফাই গাইলেন হাসপাতালের কো অর্ডিনেটরও।

চার ভাই বোনের মধ্যে আনিসুলই ছিলেন সবার ছোট। ৩১ তম বিসিএসে পুলিশ কর্মকর্তা হিসেবে নিয়োগ পান। তার বাড়ি গাজিপুরের কাপাসিয়ায়।