ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),আন্তর্জাতিক প্রতিনিধি,২০ অক্টোবর : সবচেয়ে দ্রুতগতির যাত্রীবাহী বিমান উড়ার জন্য প্রস্তুত হল। শব্দের চেয়েও বেশি গতিতে সুপারসনিক পর্যায়ের এক্সবি-১ মডেলের এ বিমানটি চলবে। এর আগে ১৯৬৮ সালে সোভিয়েত ইউনিয়নের নির্মিত টিউপলেভ টিইউ-১৪৪ বিমানটি-ই ছিল সবচেয়ে বেশি গতির যাত্রীবাহী বিমান।
বেসরকারি বিমানযান কেনাবেচা করা প্রতিষ্ঠান জেটক্রাফটের প্রেসিডেন্ট চাদ এন্ডারসন বলেন, বিমানটির জন্য উপযুক্ত (দূরুত্ব ও গুরুত্ব বিবেচনায়) রুট হচ্ছে- লন্ডন (যুক্তরাজ্য) থেকে নিউইয়র্ক (যুক্তরাষ্ট্র) কিংবা দুবাই (সংযুক্ত আরব আমিরাত)।
সুপারসনিক যাত্রীবাহী বিমান হওয়ায় এর ভ্রমণ খরচও অনেক বেশি হবে। সে অনুযায়ী যাত্রী পরিবহন শুরু হলে যথেষ্ট যাত্রী পাবে কিনা- সেটিও একটি প্রশ্ন। ২২ বছর ব্রিটিশ এয়ারওয়েজে দায়িত্ব পালন করা পাইলট মাইক ব্যানিস্টার জানান, করোনাপরবর্তী বিজনেস ভ্রমণ হয়তো আর আগের অবস্থায় ফিরবে না। তবে অনেকে খরচের চেয়ে দ্রুত সময়ে গন্তব্যে পৌঁছানোকেই বেশি প্রাধান্য দেন, বিশেষ করে ধনীরা।