ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),রাজশাহী প্রতিনিধি,২০ অক্টোবর : হত্যা মামলার আসামি হয়ে প্রায় তিন মাস খেটেছেন জেল। সম্পৃক্ততা সত্যতা পেয়ে তার বিরুদ্ধে চার্জশিটও দিয়েছে পুলিশ। আইন অনুযায়ী বরখাস্ত হওয়ার কথা থাকলেও জামিনে বের হয়ে নিয়মিত হিসেবে বেতন পাচ্ছেন রাজশাহী সরকারি পিএন বালিকা উচ্চ বিদ্যালয়ের মালি সুজন আল হাসান। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দাবি, মামলার বিষয়টি তিনি জানেন না।
গতবছরে ১০ জুলাই একটি হত্যা মামলার এজাহারভুক্ত ৩ নম্বর আসামি হন রাজশাহী সরকারি পিএন বালিকা উচ্চ বিদ্যালয়ের মালি সুজন আল হাসান। ২২ অক্টোবর হাজিরা দিতে গেলে আদালত তাকে কারাগারে পাঠান।
৮৫দিন কারাবাসের পর ছাড়া পান সুজন। এতদিনের অনুপস্থিতির কারণ হিসেবে অসুস্থতা দেখিয়ে ছুটি চেয়ে বহাল হন চাকরিতে। প্রায় তিনমাস জেল খাটলেও নিয়মিত হিসেবে পাচ্ছেন বেতন।
মামলার চার্জশিটে আসামি তালিকায় আছেন সুজন। তবু কিভাবে সরকারি চাকরিতে বহাল, তা জানতে চাওয়া হয় প্রতিষ্ঠান প্রধান প্রধান শিক্ষক তৌহিদ আরার কাছে।
সুজনের ছুটির কোনো দরখাস্ত পাননি উল্লেখ করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা দপ্তরের উপপরিচালক শরমিন ফেরদৌস চৌধুরী বলেন, ফৌজদারি মামলায় অভিযুক্ত হলে বেতন ভাতা পাওয়ার কথা নয়।
২০০৪ সালের ২৬ অক্টোবর থেকে সুজন আল হাসান রাজশাহী সরকারি পিএন বালিকা উচ্চ বিদ্যালয়ে এমএলএস মালি পদে কর্মরত।