ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,২০ অক্টোবর : দাঁতের চিকিৎসা সেবা দেন তৃতীয় শ্রেণি পাশ শ্বশুর। তবে, ওষুধের নাম তিনি লিখতে পারেন না। সেটি লিখে দিতে সহকারী হিসেবে কাজ করছেন এসএসসি পাশ মেয়ে-জামাই।
সোমবার রাজধানীর খিলগাঁও তিলপাপাড়ায় দুজনে মিলেই চালান ডেন্টাল ক্লিনিক। তবে র্যাবের অভিযানে অবশেষে ধরা পড়েছেন এই দুই প্রতারক।
সাইনবোর্ডে যে চিকিৎসকের নাম দেয়া, সেবা দেন না তিনি। তার নাম ভাঙিয়েই চিকিৎসা দিচ্ছেন তৃতীয় শ্রেণি পাশ করা এক ব্যক্তি। সহকারীর শিক্ষাগত যোগ্যতাও সর্বোচ্চ এসএসসি পাশ। সম্পর্কে তারা আবার জামাই-শ্বশুর।
অপকর্ম আছে আরও। যার প্যাড ব্যবহার করা হচ্ছে, তিনি এই প্রতিষ্ঠান ছেড়ে চলে গেছেন, অন্তত ৮ মাস আগে।
এমন জোচ্চুরিতে হতবাক চিকিৎসা নিতে আসা দুই রোগী। পরে অপরাধীদের শাস্তি দেয়ার পাশাপাশি সিলগালা করে দেয়া হয় ক্লিনিকটি।
র্যাবের ভ্রাম্যমাণ আদালত জানান, এমন অভিযান নিয়মিত চালাবেন তারা। তবে, জনসাধারণকেও সচেতন হওয়ার পরামর্শ তাদের।