শেকল ভাঙার অঙ্গীকারে মধ্যরাতে রাজপথে নারীরা (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪,কম (টিভি),ঢাকা প্রতিনিধি,১৪ অক্টোবর : শেকল ভাঙার অঙ্গীকারে রাজপথে মশাল হাতে নেমে নারীরা প্রতিবাদের বার্তা দিলেন ধর্ষণের বিরুদ্ধে। গভীর রাতে শ্লোগানে শ্লোগানে মুখরিত হলো রাজপথ, যার শুরু ছিলো শাহবাগ, শেষ হয় মানিক মিয়া এভিনিউতে। আন্তর্জাতিক মানদণ্ডে ধর্ষণকে নতুন করে সংজ্ঞায়ন, প্রাথমিক পর্যায়ে যৌন শিক্ষা ও নিপীড়ন প্রতিরোধে হটলাইন চালুসহ ১২ দফা দাবি জানানো হয় সমাবেশে।

ধর্ষন বিরোধী মানববন্ধন আর বিক্ষোভে সোচ্চার পুরো দেশ। সিলেটের এমসি কলেজ আর নোয়াখালির বেগমগঞ্জের নৃশংসতার প্রতিবাদে যে দাবি উঠেছিলো রাজধানী থেকে তা এখন বিস্মৃত মফস্বলেও। তবে মঙ্গলবার রাতটা ছিলো অন্যরকম।

ধর্ষণমুক্ত বাংলাদেশের লক্ষ্যে নারীদের শেকল ভাঙ্গার পদযাত্রা। রাত ১১.৫৯ মিনিটে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নামলেন রাজপথে। লক্ষ্য নারীর জন্য নিরাপদ নগরীর।

জাতীয় জাদুঘরের সামনে থেকে  শুরু হওয়া মিছিলে দাবি ওঠে নারী হবার কারণে আর কোন অত্যাচার সহ্য না করার।

কাটাবন, সাইন্সল্যাব, ধানমন্ডি, মিরপুর রোড সাক্ষী হয়ে থাকলো ধর্ষকের কঠোর শাস্তির দাবি ওঠা এ প্রতিবাদের। গন্তব্য মানিকমিয়া এভিনিউ।

রাত দুইটার দিকে জাতীয় সংসদের সামনের রাস্তায় সমাবেশ করেন আন্দোলনকারিরা। ধর্মীয় বক্তব্যের নামে নারী অবমাননা, নারী নির্যাতনের ঘটনায় ভিক্টিম ব্লেমিং বন্ধ, ধর্ষন মামলায় ব্রিটিশ সাক্ষ্য আইন বাতিলসহ ১২ দফা দাবি জানানো হয় সমাবেশ থেকে।

রাত প্রায় ৩টা পর্যন্ত শ্লোগানে শ্লোগানে মুখরিত ছিলো মানকিমিয়া এভিনিউ। অশালীন পোশাক, ধর্ষনের কারণ চিত্র নায়ক অনন্ত জলিলের এ মন্তব্যের কড়া সমালোচনাও করেন অনেকে। নারীদের এ প্রতিবাদে যোগ দেন বিভিন্ন শ্রেনী পেশার মানুষও।

বিস্তারিত দেখুন ভিডিও লিংকে: