নারী নির্যাতনের প্রতিবাদে আজও উত্তাল দেশ

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,০৮ অক্টোবর : ধর্ষণ-নির্যাতন ও নারীর প্রতি সব ধরণের সহিংসতার প্রতিবাদে আজও দেশজুড়ে চলছে প্রতিবাদ কর্মসূচি। রাজধানী ঢাকাসহ অন্যান্য বিভাগীয় শহর থেকে শুরু করে জেলা উপজেলায় এসব কর্মসূচিতে অংশ নিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বৃহস্পতিবার সকালে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ সমাবেশ করে বিভিন্ন প্রগতিশীল ছাত্র সংগঠন। সমাবেশে বক্তারা বলেন, দেশে প্রতিনিয়ত ধর্ষণের শিকার হচ্ছেন নারীরা। ধর্ষকরা নানা সময়ে ক্ষমতাসীনদের আশ্রয়, প্রশ্রয়ে ধর্ষণ-নির্যাতনে লিপ্ত হচ্ছে। অবিলম্বে সকল ধর্ষণ ও নারীর ওপর নির্যাতনের বিচার দাবি করেন বক্তারা।

সমাবেশ থেকে শুক্রবার বিকেলে মহাসমাবেশের ডাক দিয়েছে ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্টসহ বিভিন্ন প্রগতিশীল সংগঠন।

নারীর প্রতি সব ধরনের সহিংসতা প্রতিরোধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে মানববন্ধন করে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এ সময় তারা ধর্ষণ ও যেকোনো সহিংস ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানান। এছাড়া বসুন্ধরা আবাসিক এলাকায় মানববন্ধন ও খিলগাঁওয়ে ধর্ষণবিরোধী বিক্ষোভ হয়েছে।

খুলনায় বিভিন্ন সংগঠনের আয়োজনে পদযাত্রা, সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে নগরীর বিভিন্ন সড়ক ঘুরে প্রেসক্লাবে শেষ হয় পদযাত্রা। নোয়াখালীতে বিক্ষোভ করেন বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা। এসময় বক্তারা অভিযোগ করেন, নির্যাতনে জড়িতরা রাজনৈতিক দলের ছত্রছায়ায় থাকে বলে বিচার হয়না।

সুনামগঞ্জে সংস্কৃতিকর্মী, শিক্ষার্থী, শিক্ষক, সমাজকর্মীরা ধর্ষণের প্রতিবাদ এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রতিবাদ কর্মসূচি পালন করেন। বিচারহীনতার অপসংস্কৃতির বিরুদ্ধে মানিকগঞ্জে মানববন্ধন ও সমাবেশ করেছে উদীচী ও খেলাঘরসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।

এছাড়াও টাঙ্গাইল, বেনাপোল, হিলি, যশোর, লক্ষ্মীপুর, ঝিনাইদহ, নাটোর ও বাগেরহাটে বিক্ষোভ হয়েছে। মৌলভীবাজারে বিক্ষোভ সমাবেশে হামলায় ৬ জন আহত হয়েছেন।