ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,০৬ অক্টোবর : মালয়েশিয়া থেকে অপহরণ করে বাংলাদেশ থেকে টাকা আদায় করে এক চক্র। ভিডিওকলে নির্যাতনের দৃশ্য পরিবারকে দেখিয়ে টাকা দিতে বাধ্য করতো চক্রটি। সম্প্রতি এদের ৬ জনকে গ্রেপ্তার করেছে সিআইডি। সংস্থাটি জানাল, এই চক্রের ১৪ জনই একই পরিবারের সদস্য।
শরিয়তপুরের জাজিরার জাহাঙ্গীর মল্লিক একজন মালয়েশিয়া প্রবাসী। তাকে সেখান থেকে তুলে নিয়ে নির্যাতন করে একদল অপহরণকারী। তারা মল্লিকের পরিবারের কাছে ১০ লাখ টাকা চায়। বিকাশে মাধ্যমে ৮ লাখ টাকা পাওয়ার পর ছাড়া পান জাহাঙ্গীর।
জুলাইতে মামলার তদন্ত শুরু করে সিআইডি। সেপ্টেম্বর ও অক্টোবরে বাংলাদেশ থেকে চক্রের ৬ সদস্য গ্রেপ্তার হয়।
সিআইডির বিশেষ পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা জানান, চক্রের মূল হোতা চাঁদপুরের কামরুল মিজি। সে আর রহিম মালয়েশিয়ায় অপরহরণ করে ভিকটিমের পরিবারের কাছে ১৪টি বিকাশ নম্বর পাঠায়। এসব বিকাশ নম্বর চক্রের বাংলাদেশি সদস্যদের।
তিনি আরো জানান, এ চক্রের বাংলাদেশি এজেন্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের বহিষ্কৃত শিক্ষার্থী রাসেল খন্দকার। সে বাংলাদেশ থেকে টাকা সংগ্রহ করে কামরুলের দুই স্ত্রীকে পাঠাতো। টাকা পেয়ে বন্ধ করে দিত সিম, নতুন কেউ অপহরণ হলে সচল হতো আবার।
সিআইডি বলছে, মালয়েশিয়ায় এমন একাধিক চক্র সক্রিয় রয়েছে। তাদের ধরতেও চলছে অভিযান।