ঘরবন্দি মানুষের পৈশাচিকতায় বেড়েছে খুন-ধর্ষণ (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,০৪ অক্টোবর : করোনাকালে দেশে আশঙ্কাজনকভাবে বেড়েছে অপরাধ। গত মার্চের পর থেকে খুন, ধর্ষণ, মাদক পাচার, পারিবারিক সহিংসতা এমনকি নারী নির্যাতনের ঘটনাও ঊর্ধ্বমুখী। সমাজবিজ্ঞানী, অপরাধ বিশ্লেষকরা বলছেন, দীর্ঘ সময় কাজহীন অবস্থায় ঘরবন্দি থেকে মানুষের পৈশাচিকতা ফুটে উঠছে।

বাবা-মা পরিবারের ছোট্ট সন্তানকে আলগে রেখে মমতায় ঘিরে রাখবেন, এটাই তো স্বাভাবিক। কিন্তু এই স্বাভাবিকতাই অস্বাভাবিক মনে হয়েছে বড় ভাইয়ের কাছে। কড়াইল বস্তির পঞ্চম শ্রেণি পড়ুয়া সজীব নিজেই ঈর্ষান্বিত হয়ে খুন করেছে চার বছর বয়সী নিজের বোনকে। দীর্ঘদিন স্কুল বন্ধের কারণেই কি অলস মাথায় খুন চাপলো সজীবের?

সেই উত্তর পেতে না পেতেই জানা গেলো সিলেট এমসি কলেজে স্বামীর সঙ্গে ঘুরতে গিয়ে গণ-ধর্ষণের শিকার হলেন এক তরুণী। তাও আবার কলেজ ছাত্রাবাসে শিক্ষার্থীদের হাতে।

সাভারে খুন করা হলো নীলাকে। সমাজ চিন্তকরা বলছেন, দীর্ঘদিন ঘরবন্দি মনে জন্মেছে সহিংসতার বীজ।

অপরাধ বিশ্লেষক শেখ হাফিজুর রহমান কার্জন বলেন, করোনা মহামারির সময়ে মানুষ অপরাধ প্রতারণা ও খারাপ কাজ থেকে বিরত থাকবে। কিন্তু আসলে মানুষের ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, অপরাধ বন্ধ থাকে না।

মানবাধিকার সংগঠনগুলোর পরিসংখ্যানও বলছে, গত মার্চ থেকে বেড়েছে পারিবারিক সহিংসতা। ওদিকে করোনার শুরুতে যেহেতু আইন শৃঙ্খলা বাহিনী ব্যস্ত ছিলো মানবিক সহায়তায়; সেই সুযোগে বেড়েও গেছে মাদক পাচার।

বিশ্লেষকরা বলছেন, যেহেতু স্থবিরতা কাটিয়ে সব কিছু সচল হচ্ছে তাই এমন সহিংস সময় থাকবে না।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হেমায়েত উদ্দিন খান বলেন, অসংখ্য অপরাধ করোনার সময়ে ঘটেছে। এর কারণ হচ্ছে মানুষের কাজ নেই। অলস সময়ে মানুষ বিভিন্ন ধরনের অপরাধকাণ্ডে জড়িত হয়।

তবে এই দুঃসময়ে আরও তৎপর হতে হবে পরিবার সমাজ ও আইন শৃঙ্খলা রক্ষাবাহিনীকে।