ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ভোলা প্রতিনিধি,০৪ অক্টোবর : দেশের দক্ষিনের চরগুলোর ৯০ ভাগ বিয়েই বাল্য বিবাহ বলে তা হচ্ছে কোনো ধরনের রাষ্ট্রীয় নিবন্ধন ছাড়া। ফলে, পরবর্তীতে, কোনো ধরনের পারিবারিক জটিলতায় আইনি সুরক্ষা পাচ্ছে না, বাল্য বিবাহের শিকার হওয়া নারীরা। দক্ষিনের জেলা ভোলার দুর্গম চরাঞ্চলের বাল্যবিবাহ নিয়ে সৌরভ রহমানের রিপোর্ট।-প্রতিবেদনটি প্রচারিত হয় ২৮.০৪.২০১৮ তারিখের সন্ধ্যা ৭টার মাছরাঙা সংবাদে।