ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,১৭ সেপ্টেম্বর : ঢাকা-৫ আসনের উপনির্বাচনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করবে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২০ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে। এ সময় নির্বাচনী আচরণবিধি সম্পর্কে জানানো হবে প্রার্থীদের।
গতকাল বুধবার ঢাকা-৫ সংসদীয় আসনের উপনির্বাচনের রির্টানিং কর্মকর্তা জি এম মোতাহার উদ্দিন স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানা গেছে।
ইসির তফসিল অনুযায়ী, ঢাকা-৫ ও নওগাঁ-৬ সংসদীয় আসনে আগামী ১৭ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই আসনগুলোতে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার)। মনোনয়নপত্র যাচাই-বাছাই ২০ সেপ্টেম্বর (রোববার)। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৭ সেপ্টেম্বর। প্রতীক বরাদ্দ আগামী ২৮ সেপ্টেম্বর।
গত ৬ মে বার্ধক্যজনিত কারণে সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা মারা গেলে ঢাকা-৫ আসনটি শূন্য হয়। গত ২৭ জুলাই নওগাঁ-৬ আসনে আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য ইসরাফিল আলম করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। ফলে এ আসনটিও শূন্য হয়।