ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),আস্তর্জাতিক প্রতিনিধি,১৪ সেপ্টেম্বর : কুয়েতে গ্রেপ্তার লক্ষ্মীপুরের সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলের বিচার প্রক্রিয়া শুরু হচ্ছে বৃহস্পতিবার। এ তথ্য জানিয়েছে কুয়েতের গণমাধ্যম আল-কাবাস।
পাপুলের বিরুদ্ধে ঘুষ দেয়া, অর্থ ও মানবপাচার এবং ভিসার অবৈধ লেনদেনের অভিযোগ আনা হয়েছে। যদিও তা শুরু থেকেই অস্বীকার করে আসছেন তিনি। পাপুল ছাড়াও কুয়েতের দুই আইনপ্রণেতাসহ বেশ কয়েকজন এই মামলায় অভিযুক্ত।
বিবিসি বলছে, বাংলাদেশের কোনো সংসদ সদস্যের বিদেশে বিচারের মুখোমুখি হওয়ার ঘটনা এটিই প্রথম। ৬ জুন গ্রেপ্তার হন লক্ষ্মীপুর-২ আসনের স্বতন্ত্র এমপি পাপুল।