রূপচাঁদার নামে নিষিদ্ধ পিরানহা, সারওয়ার আলমের অভিযান (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,১১ সেপ্টেম্বর : রূপচাঁদার নামে বিক্রি হচ্ছে নিষিদ্ধ পিরানহা। আর জেল ও রং মাখিয়ে ক্রেতাদের হাতে তুলে দেয়া হচ্ছে পোয়া মাছ। এমন ঘটনা রাজধানীর কারওয়ান বাজারে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর)  সকালে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এমন চিত্র উঠে আসে। এসময় ৫ জনকে আটক করা হয়।

সকালে রাজধানীর কারওয়ান বাজার মাছের আড়তে ভেজাল বিরোধী অভিযান চালায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে এ অভিযান শুরু হয়েছে।

সারওয়ার আলম জানান, ভেজালবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে কারওয়ান বাজারে এ অভিযান চালানো হচ্ছে।

তিনি জানান, মাছ ব্যবসায়ীরা মাছের রং উজ্জ্বল রাখতে নিষিদ্ধ রং ও জেল মাখিয়ে রাখেন।

অভিযানের সময় মৎস্য অধিদফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আটক ৫ জনকে ১ থেকে ৩ মাসের কারাদণ্ড দেয়া হয়।