খালেদার ‘ভুল’ জন্মদিনে উপহার পাঠানোয় চীনের দুঃখ প্রকাশ

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,০৭ সেপ্টেম্বর : জামিনে মুক্ত থাকা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে জন্মদিনে উপহার পাঠানোর বিষয়ে দুঃখ প্রকাশ করেছে ঢাকাস্থ চীনা দূতাবাস। পররাষ্ট্র মন্ত্রী ড. একে আবদুল মোমেন গণমাধ্যমকে রোববার (৬ সেপ্টেম্বর) রাতে এ তথ্য জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীন নিজে থেকেই এ ঘটনার জন্য সরকারের কাছে দুঃখ প্রকাশ করেছে। তবে অন্য একটি কূটনীতিক সূত্রে জানা গেছে, ঢাকার পক্ষ থেকে বিষয়টি প্রথমে চীন দূতাবাসের নজরে আনা হয়। তার পরিপ্রেক্ষিতে দূতাবাস একটি ব্যাখ্যা দেয়।  এই সময় তারা দুঃখও প্রকাশ করে।

চীনা দূতাবাস ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে, দেশটির জাতীয় নীতি অনুযায়ী তারা বন্ধু দেশের প্রধান সারির নেতা ও বিরোধী নেতাদের জন্মদিনে উপহার পাঠায়। প্রতিবছর তারা এটি করে থাকে। বর্তমানে এটি তাদের কাছে রেওয়াজের মতো হয়ে গেছে। এ কারণেই তারা বিএনপি চেয়ারপারসনের জন্মদিনে প্রতি বছর উপহার পাঠায়। কিন্তু চীন দূতাবাস জানতো না যে, তার এ জন্মদিন পালন নিয়ে বিতর্ক আছে।