ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,৩১ আগষ্ট : অস্ত্র মামলায় যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নুর পাপিয়া ও তার স্বামী সুমন চৌধুরীর বিরুদ্ধে আদালতে সাক্ষ্যগ্রহণ আজ।
সোমবার (৩১ আগস্ট) সকালে কারাগার থেকে আদালতে আনা হয় পাপিয়া ও তার স্বামী সুমনকে। রাখা হয় আদালতের গারদখানায়।
মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েসের আদালতে অস্ত্র মামলায় আজ এ দুই আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের দিন ধার্য রয়েছে।
র্যাবের হাতে গ্রেফতার পাপিয়ার বিরুদ্ধে অভিযোগ, গাড়ি বিক্রি ও সার্ভিসিংয়ের ব্যবসার আড়ালে পাপিয়া অবৈধ অস্ত্রের ব্যবসা করতেন। পাপিয়ার ফার্মগেটের ফ্ল্যাটে অভিযান চালিয়ে র্যাব একটি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন ও ২০টি গুলি উদ্ধার করে।
এ ঘটনায় শেরে বাংলানগর থানায় অস্ত্র আইনে মামলা করা হয়। গত ২৩ আগস্ট অভিযোগ গঠনের মাধ্যমে আদালত অস্ত্র মামলায় পাপিয়া ও তার স্বামীর বিচার শুরুর নির্দেশ দেন।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত ২২ ফেব্রুয়ারি পাপিয়া ও তার স্বামী মফিজুরকে গ্রেফতার করে র্যাব।