চুরির অপবাদে বিষাক্ত রুটি খাওয়ানো মাইনুল হাসপাতালে (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),শরিয়তপুর প্রতিনিধি,২৬ আগষ্ট : শরীয়তপুরে জাল চুরির অপবাদে যুবককে বিষ খাওয়ানোর অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। গুরুতর অবস্থায় তাকে ঢাকায় মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিবারের দাবি, হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে তাকে বিষাক্ত খাবার খাওয়ানো হয়েছে।

প্রায় দুই সপ্তাহ আগে শরীয়তপুরের নড়িয়া উপজেলার আব্দুর রব ঢালীর মাছ ধরার জাল চুরি হয়। এজন্য প্রতিবেশী মাইনুলকে সন্দেহ করেন তিনি। এরপর চোর শনাক্তের জন্য কবিরাজের কাছ থেকে আটা ও চিনি নিয়ে আসেন আব্দুর রব।

মঙ্গলবার সকালে রুটি বানিয়ে প্রতিবেশী মাইনুলকে খাওয়ানো হয়। রুটি খাওয়ার কিছুক্ষণ পরই অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে শরীয়তপুর সদর হাসপাতালে নেয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেয়ার পরামর্শ দেন চিকিৎসক।

বিষাক্ত রুটি খেয়ে অসুস্থ হয়ে পড়া মাইনুলের ভাই বলেন, আমার ভাইকে ওরা অবশ্যয় বিষ খাইয়েছে।

প্রতিবেশীদের একজন বলেন, গ্রামের সবাই জানে ছেলেটা অনেক ভালো।

পরিবারের দাবি, চোর শনাক্তের নামে পরিকল্পিতভাবে হত্যার জন্য মাইনুলকে বিষ খাওয়ানো হয়।

তবে অভিযোগ অস্বীকার করেছেন আব্দুর রব ঢালী ও ছেলেরা।

ঘটনাস্থল পরিদর্শন করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেন নড়িয়া থানা পুলিশ এসআই মো. মজিবর রহমান।

মাইনুল হাসানকে ঢাকার মিডফোর্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। কুমিল্লা পলিটেকনিক্যাল কলেজের মেকানিক বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী তিনি।