আদেশ পেলেই ২৯ ইলেকট্রনিক ডিভাইস র‌্যাবের কাছে হস্তান্তর (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিশেষ প্রতিনিধি,২০ আগষ্ট : সাতদিনের রিমান্ড শেষে অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার ৭ আসামিকে আদালতে এনেছে র‌্যাব। রামু থানার ওসি জানিয়েছেন, আদালতের আদেশের লিখিত কপি পেলে সিনহা ও তার সহকর্মীদের ২৯টি ইলেকট্রনিক ডিভাইস র‌্যাবের কাছে হস্তান্তর করা হবে।

এদিকে, সিনহার সহকর্মী শিপ্রার ব্যক্তিগত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁসের অভিযোগে ২ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। শিপ্রার আইনজীবী জানিয়েছেন, ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশের বিরুদ্ধে মামলা করা হবে কি না, সে বিষয়ে তারা বসে সিদ্ধান্ত নেবেন।

সাত দিনের রিমান্ড শেষে অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার সাত আসামিকে বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সাড়ে দশটার দিকে কক্সবাজার সদর হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য আনা হয়। আসামিদের মধ্যে চারজন পুলিশ এবং তিনজন পুলিশের সাজানো মামলার সাক্ষী। এরপর বেলা ১২টার দিকে তাদের নেয়া হয় আদালতে।

র‌্যাব জানিয়েছে, জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। এখনই তাদের আর রিমান্ডে নেয়ার প্রয়োজন মনে করছেন না তারা।