ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),আন্তর্জাতিক প্রতিনিধি,২০ আগষ্ট : পাইলটবিহীন বিমান বা ড্রোনে ব্যবহার করার জন্য চতুর্থ প্রজন্মের হালকা টারবোফ্যান ইঞ্জিন তৈরি করেছে ইরান। বুধবার (১৯ আগস্ট) তেহরানে দেশটির সংসদের শিল্প ও খনিজ সম্পদ বিষয়ক স্থায়ী কমিটির এক বৈঠকে এ কথা জানান প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি, খবর পার্স টুডের।
বর্তমান বিশ্বের অত্যাধুনিক ড্রোনগুলোতে এই টারবোফ্যান ইঞ্জিন ব্যবহৃত হচ্ছে বলে জানান হাতামি। তার দাবি, নিজস্ব প্রযুক্তিতে এই ইঞ্জিন তৈরি হলে ইরানের প্রতিরক্ষা সক্ষমতা, বিশেষ করে বিমান বাহিনীর শক্তিমত্তা উল্লেখযোগ্য হারে বেড়ে যাবে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি চতুর্থ প্রজন্মের এই ইঞ্জিনের মোড়ক উন্মোচন করবেন বলে জানা গিয়েছে।
একইসঙ্গে ইরানি জঙ্গিবিমান ‘কাওসার’-এর জন্য ‘ওজ’ বা ‘চূড়া’ নামের ইঞ্জিনের ব্যাপক উৎপাদনেরও উদ্বোধন করা হবে।
ইরানি প্রতিরক্ষামন্ত্রী হাতামি বলেন, ‘ওজ’ ইঞ্জিনকে বিমানে ব্যবহার করার আগের সবগুলো পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে।
জেনারেল হাতামি মধ্যপ্রাচ্যে ইহুদিবাদী ইসরাইলের ধ্বংসাত্মক তৎপরতা সম্পর্কেও কথা বলেন। তিনি বলেন, এ অঞ্চলের বহু অপরাধযজ্ঞে এই দখলদার শক্তির হাত থাকার বিষয়টি এখন স্পষ্ট।