৫০ লাখ টাকা না পেয়ে প্রবাসীকে ক্রসফায়ারে দিল চকরিয়া পুলিশ

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিশেষ প্রতিনিধি,১৭ আগষ্ট : ৫০ লাখ টাকা না পেয়ে চট্টগ্রামের পটিয়ায় এক প্রবাসীকে ক্রসফায়ার দেয়ার অভিযোগ উঠেছে কক্সবাজারের চকরিয়া থানার ওসি ও দুই পুলিশের বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের মামা বাদী হয়ে পটিয়ায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে মামলা করেন। আদালত সিআইডিকে মামলাটি তদন্তের নির্দেশ দিয়েছেন। এদিকে, দোষীদের শাস্তির দাবি জানান স্বজনসহ এলাকাবাসী।

ক্রসফায়ারে নিহত জাফরের পাকা বাড়ির চারিদিকে শুনসান নীরবতা। ভয় আর আতঙ্কে কেউ দরজা খুলতে রাজি নন। অভয় দিয়ে খোলা হলো দরজা। পরে স্বজনরা জানালেন ঘর থেকে তুলে নিয়ে যাওয়া হয় জাফরকে। টাকা না দেয়ায় ক্রসফায়ারে দেয়া হয়।

গত ২৯ জুলাই ওমান প্রবাসী জাফর আমলকে পটিয়ার ভাইয়ার দীঘি থেকে গাড়িতে উঠিয়ে নিয়ে যায় চকরিয়ার থানার ওসি হাবিবুর রহমান ও এসআই আমিনুল ইসলাম। পরে তাকে ইয়াবা ব্যবসায়ী বলে অভিযুক্ত করে তার স্ত্রীকে মুঠোফোনে ৫০ লাখ টাকা দাবি করেন। বলা হয় টাকা না দিলে ক্রসফায়ার দেয়া হবে। পরে ৩১ জুলাই পরিবার জানতে পারে জাফর ক্রসফায়ারে নিহত হয়েছেন।

এ ঘটনায় এলাকাবাসী দোষীদের শাস্তি দাবি করেন।

একজন স্থানীয় জানান, পুলিশে নিয়ে যাওয়ার সময় আমি দেখেছি।

এদিকে নিহত জাফরের মামা বাদি হয়ে পটিয়া আদালতে মামলা করেন। চকরিয়া থানার ওসিসহ তিন পুলিশ এবং অজ্ঞাতনামা ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়।

মামলার বাদী আহমদ নবী বলেন, তারা ৫০ লাখ টাকা দাবি করলে আমার বোন বলেছে, আমি এত টাকা কোথায় পাব।

আইনজীবী নুর মিয়া বলেন, আমরা দুজনের বিরুদ্ধে মামলা করেছি। এই দুজনসহ ১৫ জনকে আসামি করে মামলা করা হয়েছে।

গত ৬ বছর ধরে ওমান প্রবাসী নিহত জাফর গত মার্চে দেশে আসেন।